প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি
উপাচার্য জানান, আগামী ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গত বছরের মতো এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি
২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কেবল এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়।
দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।
পরীক্ষার ধরন ও মূল্যায়ন
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে, সময় এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
বিষয়ভিত্তিক প্রশ্নের বণ্টন হবে নিম্নরূপ
বাংলা: ২০; ইংরেজি: ২০; সাধারণ জ্ঞান: ২০ শাখাভিত্তিক বিষয় (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা): ৪০
মোট: ১০০ নম্বর
পাস নম্বর: ৩৫
মেধাতালিকা প্রণয়ন
মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে—
ভর্তি পরীক্ষার নম্বর: ১০০
এসএসসি (সমমান) পরীক্ষার জিপিএ-এর ৪০%: ৪০ নম্বর
এইচএসসি (সমমান) পরীক্ষার জিপিএ-এর ৬০%: ৬০ নম্বর