ঢাকা | ২৬ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

রাজশাহীতে মালিক-শ্রমিক দ্বন্দ্বে টানা ৩ দিন বন্ধ ঢাকাগামী বাস

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : রাজশাহীতে টানা তিনদিন ধরে চলছে বাস মালিকদের ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী সব বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা।

এর আগে শনিবার রাতে বাস চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছিলেন মালিকরা। তবে শেষ পর্যন্ত তারা জানান, মালিক পক্ষের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
 
ধর্মঘট শুরু হয় বৃহস্পতিবার রাত ১০টার দিকে। হঠাৎ করেই ওই সময় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে এ রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।
 
বাস মালিকদের দাবি, শ্রমিকদের বেশিরভাগ দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। কিন্তু নতুন করে কিছু ‘অযৌক্তিক’ দাবি সামনে এনেছেন শ্রমিকরা। বাধ্য হয়েই বাস বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। মালিকদের অভিযোগ, শ্রমিকরা দূরপাল্লার বাস যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা দাবি করছেন। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মেনে নেয়া সম্ভব নয়।
 
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী থেকে ঢাকাগামী বাস ছাড়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুতই মালিকরা বসে সিদ্ধান্ত নেবেন। তবে কখন বৈঠক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
 
এর আগে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলতি মাসেই দুই দফায় বাস চলাচল বন্ধ হয়েছিল। সবশেষ ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ট্রিপপ্রতি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ টাকা এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। তা শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন।
কমেন্ট বক্স