ঢাকা | ১২ Jul ২০২৫ ইং | বঙ্গাব্দ

তারেক রহমান'ই হবেন এ দেশের প্রধানমন্ত্রী: ড. ফরহাদ

প্রকাশের তারিখ: Jul ১১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান হবেন এ দেশের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে ড. ফরহাদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে যেন যুগ যুগ মানুষ মনে রাখে।

তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে নির্বাচন নিয়ে ভিন্নমাত্রা যোগ হয়েছে। আমরা চাই, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ এখন দ্রুত নির্বাচন চায়। দেশের মানুষ বহু বছর নিজের ভোট নিজে দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দেওয়ার অপেক্ষায় দিন গুনছে।

তিনি জানান, তার নির্বাচনি এলাকা নড়াইল-২ আসনে ইতোমধ্যে ধানের শীষের পক্ষে হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং জনসংযোগ করে যাচ্ছেন। গোটা দেশবাসী ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
কমেন্ট বক্স