ঢাকা | ২৮ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

স্বতন্ত্র বেতন কাঠামো প্রনয়ণ-বাস্তবায়নসহ ১২ দাবি শিক্ষকদের

প্রকাশের তারিখ: অক্টোবর ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রনয়ণ ও বাস্তবায়নসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়।

এ সময় শিক্ষকরা বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। এছাড়া নামমাত্র বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেয়া হয়- যার মাধ্যমে শিক্ষকরা চিকিৎসা বা আবাসনে সংস্থান করতে পারেন না।
 
ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যে আর্থিক সুবিধা দেয়া হয় তা পাওয়ার আগেই অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিপুল সংখ্যক বেসরকারি ও মাদ্রাসা শিক্ষককে সরকারি বেতন ভাতার বাইরে রেখে কোনোভাবেই উন্নত জাতি গঠন সম্ভব নয়।
 
তাই আর্থিক সুবিধাদি যৌক্তিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান শিক্ষকরা।
কমেন্ট বক্স