প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রনয়ণ ও বাস্তবায়নসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়।
এ সময় শিক্ষকরা বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। এছাড়া নামমাত্র বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেয়া হয়- যার মাধ্যমে শিক্ষকরা চিকিৎসা বা আবাসনে সংস্থান করতে পারেন না।
ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যে আর্থিক সুবিধা দেয়া হয় তা পাওয়ার আগেই অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিপুল সংখ্যক বেসরকারি ও মাদ্রাসা শিক্ষককে সরকারি বেতন ভাতার বাইরে রেখে কোনোভাবেই উন্নত জাতি গঠন সম্ভব নয়।
তাই আর্থিক সুবিধাদি যৌক্তিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান শিক্ষকরা।