ঢাকা | ২৬ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

নাটোরে দুই মণ্ডপে পাট ও মুগডাল দিয়ে তৈরি ব্যতিক্রমী দুর্গা প্রতিমা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : লালবাজার এলাকার প্রতিমা কারিগর বিশ্বজিৎ পাল গত বছর থেকে ভিন্ন ধারার প্রতিমা নির্মাণ করছেন। গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরির পর এবার তিনি তৈরি করেছেন পাটের আশ দিয়ে দেবী দুর্গার প্রতিমা। লালবাজার এলাকার রবি সুতম সংঘের মণ্ডপে পাট দিয়ে এবং উত্তর আলাইপুর পূজা মণ্ডপে মুগডাল দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়েছে। ব্যতিক্রম এ প্রতিমা দেখতে মণ্ডপ দুটিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

লালবাজার এলাকার প্রতিমা কারিগর বিশ্বজিৎ পাল গত বছর থেকে ভিন্ন ধারার প্রতিমা নির্মাণ করছেন। গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরির পর এবার তিনি তৈরি করেছেন পাটের আশ দিয়ে দেবী দুর্গার প্রতিমা।

তিনি বলেন, ‘মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর পাটের আশ দিয়ে পূর্ণতা আনা হয়েছে। ২০ কেজি পাটের আশ ব্যবহার হয়েছে প্রতিমা নির্মাণে। এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৫ দিন।’
 
রবি সুতম সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক উৎস কর্মকার বলেন, ‘গত বছরের মতো এবারও ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করি। তাই পাটের আশ দিয়ে প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।’
 
অন্যদিকে উত্তর আলাইপুর পূজা মণ্ডপে প্রথমবারের মতো তৈরি হয়েছে মুগডালের প্রতিমা। প্রতিমার শেষ কাজ চলছে এখনো।

মণ্ডপের সাধারণ সম্পাদক রাজিব সাহা বলেন, ‘নাটোর একটি কৃষি প্রধান জেলা। তাই কৃষিপণ্য মুগডাল দিয়ে প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাটি দিয়ে প্রতিমা তৈরি করে পরে আঠা দিয়ে মুগডাল বসানো হয়। মুগডালের হলুদ রঙে অপরূপ রূপ ধারণ করেছে প্রতিমা।’
কমেন্ট বক্স