প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা পিকআপে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচজন আহত হন।
পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল (৪৩) নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।