প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মাইলস্টোন স্কুলের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হতাশা প্রকাশ করেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘণ্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন, যার হেডিং ‘মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না’! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলেট করেছেন একটু আগে। ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্রছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এ রকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন এসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্যোগে এ প্রার্থনা সভা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহসভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, মঞ্জু ধর, যুগ্ম সম্পাদক পদ্মাবতী দেবী, মহানগরের সহসভাপতি বীণা সাহা, সদস্য জয়ন্তী রায় প্রমুখ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।