বাংলার প্রতিচ্ছবি : মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫তম দিন মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দ্বীপজেলা ভোলায় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এ বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪ এর গণঅভ্যুত্থানে এ বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্তের বাংলাদেশ হবে। আমজনতার বাংলাদেশ হবে।’
ভোলাবাসীকে বঞ্চিত করে রাখা হয়েছে উল্লেখ করে দূরত্ব ঘোচানোর কথা বলেন তিনি।
একই সভায় ধর্ষণ, চাঁদাবাজি, অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘নব্য ফ্যাসিবাদ দূর করার কাজ হাতে নিতে হবে। এই যে অন্তর্বর্তী সরকার Compromise (সমঝোতা) করতে শিখে গেছে। অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কারের জন্য যেই যেই কাজগুলো করার দরকার ছিল, সেই কাজ ঠিকমতো করছে না। আমাদের নজরে রাখা দরকার শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। আহতদের দেখভালের জন্য জুলাই ফান্ডেশন কোনো কাজ করে নাই। এ সরকার আমাদের নতুন করে বানাতে হবে। আমাদের সরকার, জনগণের সরকার বানাতে হবে। তারপর আমরা নতুন কাঠামো তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকবেন।’
এসময় দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দুপুরে ভোলায় পৌঁছে নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা কালিবাড়ির মোড় থেকে পদযাত্রা শুরু করেন। বাংলাস্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি, কালিনাথ বাজার, ইলিশা সড়ক, নতুন বাজার ঘুরে সভাস্থলে এসে শেষ করেন। এসময় এনসিপি নেতারা নানা স্লোগানের পাশাপাশি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠক আবদুল্লাহ আল মামুন ফয়সাল, সদস্য হাসিব আর রহমান, শহীদ হাসানের বাবা মো. মনির প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
পথসভায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেন।