ঢাকা | ১৫ Jul ২০২৫ ইং | বঙ্গাব্দ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আটক ৫ জেলে

নৌকা-জাল জব্দ

প্রকাশের তারিখ: Jul ১৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকার নিষিদ্ধ খালে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে পূর্ব বন বিভাগ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ওই খালে টহল দিতে গেলে তাদের দেখতে পায় তারা। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে মাছধরার জালসহ আনুষঙ্গিক মালামালও।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা টহল ফাঁড়ি ও শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে টহল দিচ্ছিল অভয়ারণ্য এলাকায়। এসময় সুন্দরবনের শেলারচরের মানিকখালী খালে অবৈধভাবে দুটি নৌকায় জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীরা এগিয়ে গেলে নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে পাঁচ জেলেসহ নৌকা দুটি আটক করে। এসময় জব্দ করা হয় চারটি চর জাল ও আনুষঙ্গিক মালামাল।

আটক জেলেরা হচ্ছে, মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ (২৬) আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে জানায় বনরক্ষীরা। এরা নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার জন্য সুন্দরবনে গিয়েছিল। পরে আটক নৌকা ও জেলেদের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে অবৈধ ভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রস্তুতি চলছে, মামলা দায়ের শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় রেঞ্জ কর্মকর্তা।
কমেন্ট বক্স