বাংলার প্রতিচ্ছবি : আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কুয়ালালামপুরে ৮-১১ জুলাই পর্যন্ত এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সফর শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে মো. তৌহিদ হোসেনের।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এআরএফ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মো. তৌহিদ হোসেন জানান, বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।
সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের হয়তো ছোট একটি দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারো জঙ্গি সংশ্লিষ্টতা থাকে আমরা বলেছি, মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’