প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
১৫৩ বন্দিকে মুক্তি দিলো ইয়েমেনি হুথিরা

বাংলার প্রতিচ্ছবি : ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী প্রায় ১৫৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেডক্রসের (আইসিআরসি) সহায়তায় শনিবার (২৫ জানুয়ারি) এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বন্দিদের মুক্তির বিষয়টি আইসিআরসি থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তিরা দেশটির রাজধানী সানায় আটক ছিলেন। আইসিআরসির সদস্যরা নিয়মিত তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করতেন।
অবশ্য মুক্তি পাওয়া ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি