প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের ওপর হামলা

বাংলার প্রতিচ্ছবি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১১টায় রাজশাহীর হেতেম খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়কদের একজন ছিলেন।
রাবির অন্য সমন্বয়ক মেহেদী সজীব বলেন, নুরুল হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে থাকেন। ওই ছাত্রাবাসের নিকটে তার ওপর হামলা করা হয়েছে। এ সময় তার সাথে থাকা ছাত্রবাসের কয়েকজন তাকে বাচাতে গেলে তারাও আহত হন।
তিনি জানান, স্থানীয় এক নেতা দলবল নিয়ে হামলা করেছে বলে আমরা জেনেছি। তবে তার দলীয় পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি।
এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানানো হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি মো. মেহেদী মাসুদ বলেন, বিষয়টি নিয়ে আমাদের কেউ কিছু জানায়নি। একটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। পরে হাসপাতালে খোঁজ নেই। সেখানে জানতে পেরেছি, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি