প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসি বাস
বাংলার প্রতিচ্ছবি : টাঙ্গাইলের মধুপুর থেকে রাজধানীর ঢাকা রুটে অবশেষে চালু হলো বিআরটিসির বাস সার্ভিস। ফলে যাতায়াত আরও সহজ হবে যাত্রীদের এবং ভোগান্তি কমায় উচ্ছ্বসিত প্রকাশ করেছেন যাত্রীরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এই বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের ডিডি আল মামুন, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হক, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক হোসেন শহীদ, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
উল্লেখ্য: মধুপুর থেকে রাজধানীর ঢাকা ফার্মগেট প্রতিদিন চলাচল করবে বিআরটিসি’র এই বাস এবং যাত্রীরা সর্বোচ্চ সেবা পাবে বলে জানিয়েছেন বাস সার্ভিস কর্তৃপক্ষ। এনিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি