প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
৮ বছর পর বিদেশ থেকে বাড়িতে ফিরে মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ

বাংলার প্রতিচ্ছবি : রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘ ৮ বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে স্বামী দেখলেন স্ত্রীর ঝুলন্ত মরদেহ। নিহত পপি (৩০) দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রিপাড়ার এলাকার ইরাকপ্রবাসী আল আমিনের স্ত্রী। আদিব মণ্ডল (১৩) নামে তার একটি ছেলেসন্তান রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দেবগ্রাম পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রিপাড়ায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রিপাড়ায় নিজের বসতঘরের মধ্যে কাঠের আড়ার সঙ্গে নিজের পরনের কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পপি। স্বামী আল আমিন দীর্ঘ ৮ বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের ও পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত পপিকে নিচে নামায়।
স্থানীয় ইউপি সদস্য মো. আজাদ মোল্লা জানান, মেয়েটি অনেক ভালো ছিল। সবার সঙ্গে হাসিখুশিভাবেই কথা বলতো। সকালেও মেয়েটি সবার সঙ্গে কথা বলেছে। কী কারণে গলায় ফাঁস নিলো আমরা বুঝতে পারছি না।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি