প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
সিলেট স্ট্রাইকার্সের দুঃসংবাদ, বিপিএল থেকে ছিটকে গেলেন কর্নওয়াল

বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আসরের মাঝপথে ছিটকে গেছেন সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা নিশ্চিত করেছে।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। পোস্ট করা একটি রিলস শেয়ার করে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাবো।’
ভিডিওতে ক্যারিবীয় ক্রিকেটার কর্নওয়ালকে বলতে দেখা যায়, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
কর্নওয়াল অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশ থেকেও।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি