প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
নীলক্ষেতে অভিযান, বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার

বাংলার প্রতিচ্ছবি : ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগেই রাজধানীর নীলক্ষেতে বিক্রির কারণে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নীলক্ষেতের বেশ কিছু লাইব্রেরিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
এর আগে গত ১৪ জুলাই, ‘শিক্ষার্থীরা পাঠ্যবই না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরপর আজ বুধবার এই অভিযান চালানো হলো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছিলেন, ‘অসৎ প্রেস মালিকরা এই কাজ করছে, গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।’
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা সংস্থার সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নীলক্ষেতে গিয়ে অভিযান চালায়। এসময় কয়েকটি লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যায়। চায়না বুক হাউজ, মিজি বুক হাউজ, বইয়ের দেশ-২ এবং মামুন বুক হাউজসহ কয়েকটি লাইব্রেরি থেকে বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখনও অভিযান চলছে। এসব দোকানের মালকিদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি