প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
চট্টগ্রাম কোয়াবের সভাপতি হলেন তামিম

বাংলার প্রতিচ্ছবি : শুক্রবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার একদিনের মধ্যেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাঁহাতি এই ওপেনার।
সম্প্রতি এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু।
এ ছাড়া উপদেষ্টা করা হয়েছে নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ, নাজিম উদ্দীন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিম, রেজাউল রাজিব, মাসুম উল্লাহ, আরিফ আহম্মদ, রায়হান আরাফাত, রাহাদ হাসান ও মিরাজুল হক।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইরফান শুক্কুর, সহ-সভাপতি আবুল হাসেম রাজা, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাজ্জাদুল হক রিপন, ইমরুল করিম, মনিরুজ্জামান, সাদিকুর রহমান, রনি চৌধুরী, ইফরান হোসেন, সাব্বির হোসেন মনোনীত হয়েছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি