প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিচ্ছবি : চাকরি স্থায়ীকরণসহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা।
শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা এতে অংশ নেন।
মানববন্ধনকারীরা জানান, এ দেশে আউটসোর্সিং একটা দাস প্রথায় পরিণত হয়েছে। এই প্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।
তাদের দাবি, আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না; একইসঙ্গে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহল করতে হবে এবং স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান তারা।
এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি