প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
বরিশাল বিএম কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য আটক

বাংলার প্রতিচ্ছবি : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের কারণে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে রাতে কলেজ ক্যাম্পাস থেকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে। এরপর তাদের সেনাবাহিনীর সদস্যরা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।
এসময় বিএম কলেজের একাধিক শিক্ষার্থীরা জানান, যাদের আটক করা হয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার কমিটির সদস্য। তারা আরও জানান, কলেজ ক্যাম্পাসের পাশে শেরে বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা রয়েছে। সেই ঘটনায় ওদের আটক করা হতে পারে বলেও উল্লেখ করেন তারা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি