প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
ইস্টার্ন ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিচ্ছবি : ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মো. আলী আজ্জমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বর্তমান সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান মোল্লা।
সভায় ইউনিভার্সিটি বোর্ড সদস্য মো. এনায়েত উল্লাহ, ইমরোজ হোসেন ও আবুল খায়ের চৌধুরিকে ২০২৫ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং শিল্পপতি মো. আজিজুল ইসলামকে ট্রেজারার নির্বাচন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ইস্টার্ন ইউনিভার্সিটি ইউজিসি অনুমোদিত এবং স্থায়ী সনদপ্রাপ্ত অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি