প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
শ্রীলঙ্কায় প্রথম ম্যাচে হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলার প্রতিচ্ছবি : শ্রীলঙ্কা সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মেয়েরা ১০৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ৭ বল আগেই ৫ উইকেট হারিয়ে জিতে যায়।
কলম্বোতে ১৭ রানে টপ অর্ডার তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের দৃঢ়তায় কিছুটা চাপ সামাল দেয়। তিনি ২৯ রানে আউট হন। এরপর মিডল অর্ডার ব্যাটার জান্নাতুল মাওয়ার ৩৫ বলে ৩৪ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে একশতে নিয়ে যেতে ভূমিকা রাখে। লেজের ব্যাটাররা ভালো না করায় বাংলাদেশ দল ১৯.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়।
১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার মেয়েরা ওপেনিং জুটিতে তোলে ২৪ রান। একই ওভারে দুই উইকেট নিয়ে লঙ্কানদের কিছুটা চাপে ফেলে দেন হাবিবা ইসলাম। তবে সেই চাপ থেকে সহজেই বেরিয়ে আসে শ্রীলঙ্কা। তারা আরও তিনটি উইকেট হারালেও ৭ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায়। দাহমি সেনাথমা সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া সুমুদু নিসানসালা করেন ২৭ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাবিবা ইসলাম দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন নিশিতা আক্তার ও ফাহমিদা ছোঁয়া।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি