প্রিন্ট এর তারিখঃ Jan 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
বাগেরহাটে উদ্যোক্তা উন্নয়ন ও যুব কর্মসংস্থান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলার প্রতিচ্ছবি (প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি): বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে বাগেরহাটে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুরে অবস্থিত যুব উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
যুব উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ইডিইউ ইউনিটের এসসিবি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকদের জন্য চাকরির সুযোগ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আলমগীর হোসেন। তিনি বলেন, “যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে দেশীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি