প্রিন্ট এর তারিখঃ Jan 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
আমরা সূর্যমুখী'র সুবর্ণজয়ন্তীতে জলের গানের সুরের মূর্ছনা

বাংলার প্রতিচ্ছবি: | ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'আমরা সূর্যমুখী'-র ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (মহিলা সমিতি) অনুষ্ঠিত এই আয়োজনে সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করে দর্শক-শ্রোতা নন্দিত ব্যান্ড দল 'জলের গান'।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তাদের দীর্ঘ পাঁচ দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এই আয়োজনে সঙ্গীতপিপাসু শ্রোতা ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনায়তন প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ দেশের সঙ্গীতাঙ্গনের বাতিঘর ও জীবন্ত কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী। বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ফাতেমা-তুজ-জোহরা এবং বাংলাদেশের বিখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন 'আমরা সূর্যমুখী'র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম। তিনি সংগঠনের দীর্ঘ ৫০ বছরের পথচলা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘দীর্ঘ ৫০ বছরের পথচলায় 'আমরা সূর্যমুখী'র সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমৃত্যু এই সংগঠনের সাথে থাকবো।‘
আয়োজনের সমন্বয় সম্পাদক ছিলেন আহসান কবির টুটুল (সদস্য সচিব), এবং আলমগীর কবির দোলন (প্রচার সম্পাদক)। এই আয়োজনের ৫০ উদযাপন পর্ষদ এর আহ্বায়ক ছিলেন বাংলার প্রতিচ্ছবির পত্রিকার প্রকাশক ফারুক শিকদার।
সন্ধ্যার মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ফোক ফিউশন ব্যান্ড 'জলের গান'-এর পরিবেশনা। তাদের শিকড় সন্ধানী গান, যান্ত্রিকতা ভুলে মাটির টানে গাওয়া সুর এবং নিজস্ব বাদ্যযন্ত্রের জাদুকরী পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
৫০ উদযাপন পর্ষদ এর আহ্বায়ক ফারুক শিকদার বলেন, 'অনুষ্ঠানে আগত অথিতিবৃন্দ ও সন্মানিত উপস্থিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ৫০ বছরের এই গৌরবোজ্জ্বল মুহূর্তের মত 'আমরা সূর্যমুখী' আগামীতেও দেশের শিল্প ও সংস্কৃতি চর্চায় আমাদের ধারা অব্যাহত রাখবো।'
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি