প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পালালো স্বামী

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রী নাদেরা আক্তারকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজুর বিরুদ্ধে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, রাজু মাতুব্বর ১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই রাজু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি