প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
পিরোজপুরে তারেক রহমানের পক্ষ থেকে ৪০০ পরিবারকে শারদীয় উপহার বিতরণ

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : দূর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ৪ শত পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আয়োজনে পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মানুষদের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ টাকা তুলে দেয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এবং সঞ্চালনা করেন হরিদাস শিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। এছাড়া উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাওন, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল এবং পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি মুন্সি।
অনুষ্ঠানে মঠবাড়িয়া ব্রাহ্মণ সমাজের সভাপতি বিকাশ মুখার্জি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘গত ৫৩ বছরে মঠবাড়িয়ার ইতিহাসে এমন কোনো নেতা আমাদের একত্রিত করে সম্মানিত করেননি।’
বিএনপি নেতা এ আর মামুন খান বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমরা মঠবাড়িয়ার পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মাঝে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমরা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের পাশে সর্বক্ষণ আছি।’
এ আয়োজনে অংশ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি