প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। গত কয়েকদিন এই বন্দর দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও রোববার (২১ সেপ্টেম্বর) একদিনে এসেছে ৪৯ ট্রাক কাঁচা মরিচ।
টানা বৃষ্টিতে দেশের বাজারে চাহিদা বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েকদিনে কাঁচা মরিচের আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে।
এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহের ৬ দিনে ভারত থেকে় ৮৬টি ট্রাকে ৬৪৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হলেও রোববার একদিনে ৪৯ ট্রাকে ৩৭২ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক সাহাবুল বলেন, এসব কাঁচা মরিচ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারসহ কয়েকটি রাজ্য থেকে আমদানি হচ্ছে।
চলতি মৌসুমে অতিমাত্রায় খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। অন্যদিকে খোলা বাজারে দাম বেড়ে যাওয়াই কাঁচা মরিচের চাহিদা বেড়েছে। এ কারণে ভারত থেকে আমদানির পরিমাণও বেড়েছে।
সাহাবুল আরও বলেন, চাহিদা অনুযায়ী আমদানি স্বাভাবিক থাকলেও গত শনিবার (২০ সেপ্টেম্বর) সীমান্তের ভারতের অংশে পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় কাঁচা মরিচের ট্রাকগুলো প্রবেশ করতে পারিনি। সেই ট্রাককগুলো রোববার প্রবেশ করেছে।
ভারত থেকে আমদানি হওয়া এসব কাঁচামরিচ ঢাকা, চিটাগাং, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি