প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ সুবর্ণা আক্তার (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. ইব্রাহিম।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকায় যাত্রীবেশে থাকা সুবর্ণা আক্তারকে ইকোনো বাস কাউন্টারের কাছে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা দুটি লাগেজে (একটি কালো ও একটি লাল রঙের) তল্লাশি চালিয়ে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত সুবর্ণা কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি