প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
আজ নাহিদকে দ্বিতীয় দফায় জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এরইমধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে আংশিক জেরা করে স্টেট ডিভেন্স।
গত মঙ্গল ও বুধবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।
জবানবন্দিতে জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ,ওবায়দুল কাদের, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চান নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতেই দেশব্যাপী গণহত্যা চালানো হয়। এক বছরেও গুম-খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া, এদিন ট্রাইব্যুনাল ২- এ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি