প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মুন্সীগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (০১ আগস্ট) ভোরে উপজেলা কামারখোলা ব্রিজের ওপর মাওয়ামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও বাসযাত্রীরা জানান, তারা ময়মনসিংহ গৌরিপুর হতে আলিফ আলিফা পরিবহন দিয়ে ফরিদপুর জাকের পার্টির দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিল। পথে কামারখোলার কাছে এলে তাদের গাড়ির পেছনে চাকা ফেটে গেলে তা মেরামতের জন্য দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আহত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির নাম কুদ্দুস চান মিয়া (৭০)। তার বাড়ি ময়মনসিংহ জেলা নান্দাইল এলাকায়। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি