প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2025 ইং
শ্যামনগরে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী ইজিবাইক স্ট্যান্ডে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান, আলী মুরতাজা এবং নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান।
বক্তারা ইসলামী শ্রমনীতি ও শ্রমিক কল্যাণের গুরুত্ব তুলে ধরেন এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি