প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
হেভি মেটাল আইকন ওজি অসবর্ন আর নেই

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : হেভি মেটাল আইকন ওজি অসবর্ন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য মঙ্গলবার (২২ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি বার্মিংহামের ভিলা পার্কে তার সাবেক ব্যান্ড ব্ল্যাক সাবাথের সঙ্গে শেষবারের মতো পারফর্ম করেছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে অসবর্ন পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়েছে।
যেখানে উল্লেখ করা হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের প্রিয় ওজি অসবর্ন আজ সকালে মৃত্যুবরণ করেছেন। তিনি পরিবারের সদস্যদের ঘিরে ভালোবাসায় ছিলেন। আমরা সবাইকে অনুরোধ করছি এই সময়ে আমাদের পরিবারের গোপনীয়তা সম্মান করুন। ওজি এ বছরের শুরুতে জানিয়ে ছিলেন যে, তিনি হাঁটতে পারছেন না, দীর্ঘদিন ধরে পারকিনসনের রোগে ভুগছিলেন তিনি।
তবুও, তিনি এই মাসের শুরুতে তার ব্যান্ডমেট গিজার বাটলার, টনি আইওমি ও বিল ওয়ার্ডের সঙ্গে নিজেদের শেষ শোতে পারফর্ম করতে সক্ষম হন।
ওজির জন্ম ১৯৪৮ সালে বার্মিংহামে, তার আসল নাম ছিল জন মাইকেল অসবর্ন। মৃত্যুর আগে তিনি তার স্ত্রী শ্যারন ও পাঁচ সন্তান জেসিকা, লুইস, অ্যামি, কেলি ও জ্যাককে রেখে গেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি