প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2025 ইং
‘ভুয়া পরিচয়’ ও কমিটি বিতর্কে উত্তপ্ত চিতলমারীর শ্রমিক দল

প্রিন্স মণ্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দলের নিজস্ব কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল মুন্সী স্বাক্ষরিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সোহেল মুন্সী উপস্থিত সাংবাদিকদের জানান, ২০ জুলাই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি দেখতে পান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লোগো ও ব্যানার ব্যবহার করে টিপু সুলতানকে উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং গাজী এনামুল হককে সাধারণ সম্পাদক দাবি করা হয়। এ সময় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা এবং লিফলেট বিতরণের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে মোঃ সোহেল মুন্সী আবেগাপ্লুত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, ওই অনুষ্ঠানে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক — উপজেলার সদ্য নির্বাচিত বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক উপস্থিত ছিলেন — সেহেতু দলীয় নিয়ম-কানুন সম্পর্কে তারা আমাদের চেয়ে অনেক বেশি অবগত আছেন।
তিনি আরও বলেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের কমিটি বর্তমানে সক্রিয় না থাকায়, বিগত ০২/১২/২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা কমিটি অনুমোদিত হয়।
এরপর যথানিয়মে উক্ত কমিটি দলীয় নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা শ্রমিক দলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান। অতঃপর বিগত ০৮/০২/২০২৫ তারিখে উক্ত কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ কর্তৃপক্ষ। (উল্লেখ্য, বাগেরহাট জেলা কমিটি না থাকায় উক্ত কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত হয়।)
এতদ্সত্ত্বেও উক্ত অনুষ্ঠানে টিপু সুলতান উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং গাজী এনামুল হক সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোসহ অবৈধভাবে মিথ্যা পরিচয় দিয়েছেন।
এ কারণে চিতলমারী উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন মোঃ সোহেল মুন্সী।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল খান, নাজমুল আলম রনি; সাধারণ সম্পাদক মোঃ রাজু খান; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম গাজী; সাংগঠনিক সম্পাদক আনিচ তরফদার ও প্রদীপ মন্ডল; দপ্তর সম্পাদক মনির তালুকদার; প্রচার সম্পাদক জিসান মুন্সী; অর্থ সম্পাদক আমিনুর ইসলাম সবুজসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি