প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2025 ইং
শ্যামনগরে এবি পার্টির উদ্যোগে ভিপি কাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা জেলা আহ্বায়ক মরহুম আব্দুল কাদের (ভিপি কাদের) এর ইন্তেকালের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শ্যামনগর সদরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহীন আলম, সহকারী যুগ্ম সমন্বয়ক, এবি পার্টি শ্যামনগর উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হুসাইন, সদস্য সচিব, এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল-মারজান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাওসুফ সিদ্দিকী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন এবং তাঁর জীবনের মানবিক ও রাজনৈতিক অবদান তুলে ধরেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন আসিফ মোহাম্মাদুল্লাহ (লায়ন), উপদেষ্টা; শেখ আবিদ হোসেন (রকি), সমন্বয়ক; মো. মনিরুজ্জামান (মনির), যুগ্ম সমন্বয়ক; মোনায়েম ও সুজনসহ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আব্দুল কাদের (ভিপি কাদের) ছিলেন একজন সৎ, নির্লোভ ও নীতিবান রাজনীতিবিদ। সাতক্ষীরার রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের শান্তি কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে মরহুমের মানবিক আদর্শকে স্মরণ ও সম্মান জানানো হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি