প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2025 ইং
শ্যামনগরে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি : আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরার শ্যামনগরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি মিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুল, পৌর আমীর হারুন অর রশিদ সাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবে জাতীয় সমাবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি