প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2025 ইং
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ জারি করলো ইসি

বাংলার প্রতিচ্ছবি : নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য তিন দিন পর্যবেক্ষকরা ভোটের মাঠে অবস্থান করতে পারবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস-এমন নীতি যুক্ত করে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে নির্বাচন কমিশন (ইসি) বলে জানায় সংস্থাটির জনসংযোগ শাখা।
এসব সংস্থার মধ্যে জানিপপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাও রয়েছে বলে জানায় কমিশনের জনসংযোগ শাখা।
এছাড়া দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি, দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি