প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2025 ইং
আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে জুলাই শহীদ দিবসের কর্মসূচি

বাংলার প্রতিচ্ছবি : রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আবু সাঈদ হত্যার বিচার দাবি করেন।
গত বছর ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ সকালে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি