প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

বাংলার প্রতিচ্ছবি : নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী।
শনিবার (১২ জুলাই) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে ঘটেছে।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে নক্তিপাড়া গ্রামের মো রাশেদ মিয়া (৩০) স্ত্রী মোছা. রাবেয়াকে (২৭) কুপিয়ে জখম করে। পরে ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে তিনি নিজেই আত্মহত্যা করেন। আশপাশে তেমন বাড়িঘর না থাকায় তাদের ছোট ছোট তিন সন্তানের কান্নাকাটিতে এলাকাবাসী শুনে এগিয়ে আসে। পরে রাবেয়ার বাড়ির লোকজন এসে রাবেয়াকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সিধলি পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে রাশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশপাশে তেমন বাড়িঘর নেই। নদীর পাড়ে তাদের বাড়ি। তাই খবর পেয়ে পরে জড়ো হয়েছে লোকজন। তাদের তিন সন্তান। বড় ছেলে আট বছর বয়সী। আইনি প্রক্রিয়া চলমান।
কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (টি এইচও) ডা. মো. আল মামুন জানান, ইনজুরিতে জখম নারী রাবেয়াকে (২৭) স্থানীয় লোকজন নিয়ে এলে তাকে মৃত পাওয়া যায়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি