প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
ধর্ষককে জনসমক্ষে ফাঁসিতে ঝোলাল ইরান

বাংলার প্রতিচ্ছবি : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১২ জুলাই) এই ফাঁসি কার্যকর করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।
ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার জনসমক্ষে শাস্তি কার্যকরের অনুরোধ জানিয়েছিল।
প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, ‘এই মামলাটি সমাজে গভীর আবেগের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই তা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।’
তিনি আরও জানান, মামলার সামাজিক গুরুত্ব এবং ভুক্তভোগীর পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছরের মার্চে নিম্ন আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তী পর্যায়ে ইরানের সর্বোচ্চ আদালত তা বহাল রাখে।
ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরান বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি