প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2025 ইং
রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

বাংলার প্রতিচ্ছবি : রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে এ কলেজের মোট ৪৫ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই জিপিএ ৫ পেয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।
ফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দেন।
রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে।
কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলের অন্যতম অনুষঙ্গ।
তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি