প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
চিতলমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা-গাছ বিতরণ

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫অর্থ বছরে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি পূর্নবাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা ইউএনও তাপস পালের সভাপতিত্বে এ চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজসহ উপসহকারী কৃষি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের বলেন, উপজেলা ৭টি ইউনিয়নে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে মোট ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, করাতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলদাহ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, চরবানিয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি