প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2025 ইং
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ

বাংলার প্রতিচ্ছবি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটে উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এর পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, বাগেরহাটের মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনের দাঁড়িয়ে ছিল। রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। ইতোমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ব্রেকগার্ডটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি