প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2025 ইং
চিতলমারীতে তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের ইউ'পি সচিব।
উপজেলা প্রশাসনে আয়োজনে ও সহযোগিতায় ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি