প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2025 ইং
খুলে দেওয়া হলো পর্যটনকেন্দ্র দেবতাখুম

বাংলার প্রতিচ্ছবি : আবহাওয়া ভালো থাকায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র ‘দেবতাখুম’ পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হচ্ছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দেবতাখুমে পর্যটকরা আগের মতই ভ্রমণ করতে পারবে জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বুধবার (২৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ইউএনও আরও জানান, ভারি বৃষ্টি হলে আবারও পরিস্থিতি বুঝে দেবতাখুম বন্ধ করে দেওয়া হবে। তবে এখন ভারি বৃষ্টি নেই, আবহাওয়াও ভালো।
এর আগে গত ১৮ জুন বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।
দেবতাখুম পর্যটন কেন্দ্রের অবস্থান রোয়াংছড়ি উপজেলায়। বান্দরবান সদর থেকে এর দূরত্ব ৩০-৩৫ কিলোমিটার। জেলা শহর থেকে খোলা জিপ (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি) অথবা অটোরিকশায় রোয়াংছড়ি উপজেলার কচ্ছপলি পর্যন্ত যেতে হয়। এরপর চল্লিশ থেকে এক ঘণ্টার মতো হাঁটা পথ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি