প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2025 ইং
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১২৩ বাংলাদেশি

বাংলার প্রতিচ্ছবি : লিবিয়ার ত্রিপলি থেকে বিপদগ্রস্ত ১২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৮ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে ত্রিপলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
জানা গেছে, প্রত্যাবাসিত ব্যক্তিরা ত্রিপলি ও আশপাশের এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
দূতাবাস সূত্র জানায়, বেশিরভাগ অভিবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অথবা তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। ফলে তাদের জন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ ছিল।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি