প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2025 ইং
শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসিতে গ্রেফতার ৩

বাংলার প্রতিচ্ছবি : মুক্তির পর থেকেই শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে মানুষ টিকিট সংকটে ভোগার কথাও বলেন। মাল্টিপ্লেক্সে সিনেমাটি ঘিরে এখনো দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। তাই প্রেক্ষাগৃহের মালিকেরা অন্য ছবির তুলনায় এই ছবির প্রদর্শনী কয়েকগুণ বাড়িয়ে রেখেছেন। এর মধ্যে হঠাৎ শোনা গেল, ‘তাণ্ডব’ ছবির এইচডি কপি ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে। পাইরেসির খবরে প্রযোজনা প্রতিষ্ঠান কঠোর হয়। আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা করেন ছবিটির অন্যতম প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া। কপিরাইট আইনে দায়ের হওয়া সেই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে।
আজ বুধবার দুপুর ১২টায় তিনজন গ্রেপ্তারের খবরটি দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
‘তাণ্ডব’ পাইরেসির সঙ্গে জড়িত আটক তিনজন হলেন নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংয়ের সাদি সাদ ও সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতেই জানা যায়, ‘তাণ্ডব’ পাইরেসির সঙ্গে জড়িত টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (ওরফে শাহরিয়ার শাকিল) ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন। যেখানে টিপু সুলতান ১ নম্বর অভিযুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, টিপু পাইরেসির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁকে ঢাকায় পাঠানো হবে এবং বনানী থানা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
জানা গেছে, সাদি সাদকে ময়মনসিংহ ও সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আটক তিনজনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের যোগসাজশ আছে। কীভাবে পাইরেসি হয়েছে, সেটাই বের করছে পুলিশ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি