প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2025 ইং
মোকামতলায় অগ্নিকাণ্ডে পুড়লো ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনিক সহায়তা

শিবগঞ্জ প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। আজ (১৫/০৬/২০২৫) রবিবার
চকপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের বাড়িতে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় তার বসতঘর ও আসবাবপত্র। এতে পরিবারটিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
ঘটনা ঘটার পরপরই সহানুভূতির হাত বাড়িয়ে দেয় শিবগঞ্জ উপজেলা প্রশাসন। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউর রহমান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জনাবা ফাহিমা আক্তার, চেয়ারম্যান, মোকামতলা ইউনিয়ন পরিষদ। প্রশাসনের এ সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আশার আলো জাগিয়েছে।
স্থানীয় বাসিন্দারা ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, এমন দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি