প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2025 ইং
হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে

বাংলার প্রতিচ্ছবি : শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার রাজধানীর একটি হোটেলে বাফুফের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
তার কথা, ‘প্রীতি ফুটবল ম্যাচের ক্ষেত্রে আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা, যাতে দল আরও উন্নতি করতে পারে। এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি। ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফাইং, বা বিশ্বকাপ বাছাই আসবে। সেক্ষেত্রে প্রস্তুত হওয়ার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে।’
দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছি। চরে, পাহাড়ে, বিচে, রাস্তায় এবং অবশ্যই মাঠে। নারীরা অনেক দিন পর বড় দলের সঙ্গে খেলছে। র্যাংকিংয়ে অনেক এগিয়েছে।’
বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের দলের খেলা, মাঠ, জার্সি ইকুইপমেন্ট ‘নিচুমানের’ ছিল বলে অভিযোগ। সেখানেও আমরা উন্নতি করছি।’
তৃণমূল পর্যায়ে কাজ শুরু হবে জানিয়ে দেশের ফুটবল প্রধান বলেন, ‘জেলা ফুটবল আমরা চালু করতে পারিনি। এমন নয় যে বিষয়টা আমরা এড়িয়ে গেছি, চেয়েছি বয়সভিত্তিক শুরু করতে। এরপর ধাপে ধাপে জেলা, আন্তঃজেলা ফুটবল শুরু করতে চাই।’ বাজেট প্রসঙ্গে তাবিথ বলেন, ‘বাজেটে ক্রীড়া ক্ষেত্রের বরাদ্দ নিয়ে তেমন কথা হয় না। দুই হাজার কোটির মধ্যে নয়শ কোটি চলে যায় বেতন ও মেইন্টেনেন্স, অপারেশনাল ও অন্যান্য বিষয়ে। বাকিটা উন্নয়নমূলক কাজে লাগে। অনেক কাঠামো পুরোনো, অকেজো। এখানে সংস্কার কাজ করে আর কতদিন। ক্রীড়া পণ্যের ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স, এটা যেন বিবেচনা করা হয় এবং মওকুফ করা বা কমানো হয়। ভারতে এই ট্যাক্স মাত্র ১২ শতাংশ।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি