প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 29, 2025 ইং
গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পতে রক্ষা পেল যাত্রীরা

সাগর রায় (শ্রীমঙ্গল প্রতিনিধি) : ট্রেন ভ্রমন নিরাপদ হলেও মাঝে মধ্যে ট্রেন দুর্ঘটনার সংবাদ আমাদের নাড়া দেয়। সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ৭৭৪ সিলেট থেকে সকাল ৬:১৫ মিনিটে ছেড়ে তার গন্তব্য ঢাকার দিকে এগিয়ে চলছিল, শ্রীমঙ্গল স্টেশনে আসার ঠিক আগে কমলগঞ্জ উপজেলা লাওয়াছড়া বনের ভেতর দিয়া যাওয়ার সময় হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খায়। ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সম্মুখভাগ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেনের গতি ধীর হওয়ার ফলে বড় রকমের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং কিছু সময়ের মধ্যে সিলেট - ঢাকা রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে চালকের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দেন যে লাউয়া ছড়া বনাঞ্চলে রেল লাইনের উপর নজরদারি আরো জোরদার করা হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি