প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2025 ইং
প্রচুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বাংলার প্রতিচ্ছবি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পন্ন করেছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন করছে। ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমরাই এর ডিজাইনার। আমরা এখন এগুলো তৈরি করছি, অনেক। ’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প আরও দাবি করেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নীলনকশা বারাক ওবামার আমলে চুরি হয়েছিল।
তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের (প্রযুক্তি) চুরি হয়েছিল। আমরাই এর ডিজাইনার। ওবামা প্রশাসনের সময় আমরা এটি চুরি করেছিলাম। তারা এটি চুরি করেছে। আপনি জানেন কে এটি চুরি করেছে? রাশিয়ানরা এটি চুরি করেছে। খারাপ কিছু ঘটেছে। ’
মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আগে স্বীকার করেছিলেন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে আমেরিকা রাশিয়া এবং চীনের চেয়ে পিছিয়ে ছিল।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি